পড়শি দুই দেশের মধ্যে কতই না রাজনৈতিক জটিলতা, পারস্পরিক দোষারোপ, কাঁটাতারের শক্ত বেড়া। কিন্তু হৃদয় সে সব শোনেনি। পাক তরুণী মন দিয়ে ফেলেছিলেন কলকাতার তরুণকে। কাঁটাতার পেরিয়ে কনে এখন হবু স্বামীর কলকাতার বাড়িতে। জানুয়ারিতে বিয়ে করবেন করাচির জাওয়ারিয়া খানম এবং কলকাতার পার্ক সার্কাসের শামীর খান।
এ দেশে এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত জাওয়ারিয়া। জানিয়েছেন, বাকি সব লং ডিস্ট্যান্স সম্পর্কের মতোই তাঁদের সম্পর্কেরও ভিত বিশ্বাস, ভালবাসা। হবু পুত্রবধূকে পেয়ে খুশি শামীরের মাও।
বছর পাঁচেকের সম্পর্ক দু'বছর আগে দুবাইতে একবারই দেখা৷ ভরসা শুধু ফোন আর ভিডিও কল। এবার ৪৫ দিনের ভিসা পেয়েছেন পাকিস্তানি তরুণী। আগামী ১৬ জানুয়ারিতে কলকাতাতেই দুজনের বিয়ে।
Sandipta Sen: পড়াশোনায় কেমন ছিলেন সন্দীপ্তা? অভিনয়ের পাশে অন্য পেশাও রয়েছে অভিনেত্রীর?
প্রথমে ভিসা পেতে সমস্যা হচ্ছিল জাওয়ারিয়ার৷ কিন্তু পরে সব ঠিক হয়ে যায়। শামীর বলছেন, আইন মেনে বিয়ে করলে সরকার সাহায্য করেই৷ তাই চারহাত এক হতে আর কোনও বাধা নেই।