লিভ-ইন পার্টনার না স্বামী-স্ত্রী? টেলি-অভিনেত্রী পল্লবী দে'র(Actress Pallavi Dey Death Mystery) অস্বাভাবিক মৃত্যুর পর এবার ক্রমশই দানা বাঁধছে রহস্য। পেশাগত জগত এবং বন্ধুদের কাছে এটি লিভ-ইন-রিলেশনশিপ হলেও গড়ফার ওই আবাসনের বাসিন্দারা কিন্তু জানতেন পল্লবী-সাগ্নিক স্বামী-স্ত্রী। আবাসনের কেয়ারটেকারও জানাচ্ছেন, স্বামী-স্ত্রীর পরিচয়ের ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন ওই অভিনেত্রী ও তাঁর প্রেমিক। তবে কি গোপনে বিয়ে সেরে ফেলেছিলেন পল্লবী দে ও সাগ্নিক চক্রবর্তী?
মাত্র ২০-২১ দিন আগেই গড়ফায়(Garfa Death Mystery) কেপি রায় লেনের ফ্ল্যাট ভাড়া করে থাকতে শুরু করেন পল্লবী ও সাগ্নিক। ওই আবাসনের কেয়ারটেকার বলেন, ''মাত্র কিছুদিন আগেই ওঁরা এই ফ্ল্যাটে ভাড়া এসেছিল। সেভাবে চিনি না। প্রয়োজন হলে আমায় ডাকত। ওঁরা দু'জনে স্বামী-স্ত্রী ছিল। সেই পরিচয়েই এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। আজকে ছেলেটির চিৎকার শুনতে পাই আমরা। তারপর আমায় ডেকে পাঠায় ছেলেটি। তখন গিয়ে মেয়েটির গলায় ফাঁস লাগানো দেহ দেখতে পেলাম।''
আরও পড়ুন- Pallavi Dey death mystery: আত্মহত্য়া নয়, খুন করা হয়েছে তাঁর মেয়েকে, অভিযোগ পল্লবীর বাবার
অন্যদিকে, সাগ্নিকের সাথে পল্লবীর বাড়ির লোকের সম্পর্ক ভালো ছিল বলেই জানা যাচ্ছে। শেষ তিনদিন আগে পল্লবী(TV Actress Pallavi Dey) তাঁর বাড়িতে ফোন করেছিল। পল্লবীর বাড়ির লোকজনের অভিযোগ নিয়ে কিছু বলতে নারাজ সাগ্নিকের বাবা সুভাষ চক্রবর্তী। তিনি বলেন, ''ওঁরা লিভ ইন করতে বলেই জানিয়েছিল আমাদের। যদিও এই লিভ ইন সম্পর্কে বিষয়ে আমাদের মত ছিল না। আমরা চাইতাম ওঁরা বিয়ে করুক।'' তবে কী পরিবারের কথা রাখতেই লুকিয়ে বিয়ে সেরেছিলেন দু'জন? উত্তর খুঁজছে পরিবার থেকে বন্ধু, সকলেই।