পল্লবী দে-র রহস্যমৃত্যুতে (Pallavi Dey Death Mystery) লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করল গরফা থানার পুলিশ। সোমবারই পল্লবীর মা-বাবার অভিযোগের ভিত্তিতে সাগ্নিক ও তাঁর বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতভর জেরা করা হয় সাগ্নিককে। গরফা থানায় সেই জেরা করার সময় হাজির ছিলেন কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনারও। পল্লবীর বাবার দাবি ছিল, ওই তরুণীর সঙ্গে থাকতে চেয়েই মেয়েকে খুন করেছে সাগ্নিক। টেলিভিশন অভিনেত্রী পল্লবীর দের উপার্জিত অর্থও হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন সাগ্নিক। সোমবার এই অভিযোগের ভিত্তিতেও মামলা রুজু করে পুলিশ।
পল্লবীর বাবার দাবি, ঐন্দ্রিলার সঙ্গে থাকতে চেয়েই মেয়েকে খুন করেছেন সাগ্নিক। অভিনেত্রীর পরিবারের অভিযোগ পল্লবীর সম্পত্তিও হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন সাগ্নিক। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের পাশাপাশি সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগেও সাগ্নিকের বিরুদ্ধে মামলা করে পুলিশ। সোমবার রাতভর জেরা করে সাগ্নিককে বিভিন্ন প্রশ্ন করেন পুলিশ আধিকারিকরা। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্যও চাওয়া হয় তাঁর কাছে।
আরও পড়ুন: পল্লবীর জন্যই বিয়ে ভেঙ্গেছিল তাঁদের, বিস্ফোরক অভিযোগ সুকন্যার
সূত্রের খবর, সোমবার থানায় সাগ্নিককে জেরা করার সময় নিজে হাজির ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার অতুল ভি। তদন্তে জানা গিয়েছে, পল্লবী ও সাগ্নিক যৌথভাবে কিছু সম্পত্তি কিনেছিলেন। নতুন কোনও সম্পত্তি কেনা নিয়ে তাঁদের মধ্যে কোনও মনোমালিন্য হয়েছিল কিনা, তাও জেরায় জানতে চায় পুলিশ।