তাঁদের মেয়ে কোনওভাবেই আত্মহত্যা করতে পারে না। টেলি-অভিনেত্রী মৃত্যুরহস্যে চাঞ্চল্যকর স্বীকারোক্তি মৃত পল্লবীর বাবার। টেলি-অভিনেত্রীর বাবার অভিযোগ, ‘‘আমার মনে হয় না মেয়ে আত্মহত্যা করতে পারে। ওকে হয়তো খুনই করা হয়েছে।’’
মাত্র দেড় মাস আগে হাওড়া ছেড়ে গড়ফায়(Garfa Murder Update) আসেন পল্লবী। রবিবার সকালে হাওড়ার বাড়িতে পল্লবীর(Tele Actress Pallavi Dey) দিদার বাৎসরিকের কাজের অনুষ্ঠানও ছিল। আত্মীয়স্বজন এসেছিলেন বাড়িতে। তবে পল্লবীর আসার কথা ছিল কি না, তা তাঁর বাবা জানাননি। তাঁর কথায়, ‘‘কালই তো মাকে ফোন করে ধোকার ডালনার রেসিপি চাইল!’’ তারপরই কিছুটা উদভ্রান্তভাবে বলেন, ‘‘ও খুব বুঝদার মেয়ে ছিল। আত্মহত্যা করার মেয়ে নয়।’’
পল্লবীর পরিবার অবশ্য পুলিশের কাছে এখনই কোনও অভিযোগ জানায়নি। পল্লবীর ভাই রবিবার দুপুরে জানান, তাঁরা ময়নাতদন্তের রিপোর্টের(Atopsy Report) জন্য অপেক্ষা করছেন। রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ করা হবে। যদিও পুলিশ(Garfa Police Station) ইতিমধ্যেই পল্লবীর মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।