একাধিকবার 'দিদি নম্বর ওয়ান'-এ (Didi No 1) অংশ নেন মা সঙ্গীতা দের সঙ্গে অংশ নিয়েছিলেন প্রয়াত টেলি অভিনেত্রী পল্লবী দে (Pallavi Dey)। তাঁর প্রাক্তন রুমমেট ও অভিনেত্রী প্রত্যুষা পাল ও ভাবনা বন্দ্যোপাধ্যায়ও সেই পর্বে অংশ নেন। তিন বন্ধুর বন্ধুত্ব কতটা গাঢ় হতে পারে, সেই পর্বে দেখা গিয়েছিল। সেই অনুষ্ঠানেই একটি বিতর্কিত মন্তব্য করেন পল্লবীর মা সঙ্গীতা দে। তিনি জানান, অনেক পুরুষই এসেছে পল্লবীর জীবনে।
সেই অনুষ্ঠানে পল্লবীর মাকে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, "মাকে তো সবই বলে পল্লবী। বিশেষ কোনও কথা কি কোনও দিন বলেছে!" তারই জবাবে পল্লবীর মা জানান, "এখনও বলেনি। ওর তো অনেকেই এসেছে, গিয়েছে। কিন্তু মেয়ে বলে, কিছুই ঠিক হচ্ছে না।" সঙ্গীত দে-র এই উত্তরে তখন দর্শকরা হেসে ওঠে। পল্লবী নিজে সেই অনুষ্ঠানে জানান, তাঁর সঙ্গে থাকা খুব কঠিন। তিনি চিৎকার করে বকাঝকা করেন তাঁর প্রেমিককে। তাই কেউ আদৌ টিকতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ আছে। পল্লবীর মা জানান, তাঁর জীবনে যে বিশেষ মানুষ হয়ে আসবে, তাঁকে পল্লবীর কথা শুনেই চলতে হবে। তাঁর মা জানান, পল্লবী নিজের বাবাকেও ধমকিয়ে ও শাসিয়ে রাখেন। দিদি নম্বর ওয়ান-এর এই ভিডিওতে সেই সব মুহূর্ত শেয়ার করেন পল্লবী ও তাঁর মা।
আরও পড়ুন: 'ওর জীবনে অনেক ছেলেই এসেছে গিয়েছে,' দিদি নম্বর ওয়ানে বলেছিলেন পল্লবীর মা
বাস্তব জীবনে সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে পল্লবীর। টেলি অভিনেত্রীর মৃত্যুর পর তাঁর প্রেমিক সাগ্নিকের বিরুদ্ধেই খুনের মামলা দায়ের করা হয়। সেই জেরে পুলিশি হেফাজতে আছে সাগ্নিক।