দুষ্কৃতীদের গুলিতে পানিহাটি পুরসভার (Panihati Municipality) আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তের (Anupam Dutta) নিহত হওয়ার ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। রবিবার সন্ধে বেলার এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC Chaos) বলেই দাবি করেছে বিজেপি। গেরুয়া শিবিরে এই দাবি সটান উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের (Partha Bhowmick) অভিযোগ, পরিকল্পনা করেই খুন করা হয়েছে অনুপম দত্তকে। কারণ, সম্প্রতি পানিহাটি পুরসভার ভোটে সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে বিজেপির একজন হেভিওয়েটকে হারিয়েই কাউন্সিলর হয়েছিলেন অনুপম দত্ত।
তৃণমূল নেতা পার্থ ভৌমিকের দাবি, 'অনুপমের মারা যাওয়ার ঘটনা দলের কাছে বড় ক্ষতি। কারণ, সংগঠক হিসাবে অনুপমের ভূমিকা ছিল অনেক বড়।' তাই তিনি মনে করেন, নির্বাচনে বিজেপির অন্যতম একজন বড় নেতাকে হারানোর খেসারত দিতে হল আট নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর অনুপম দত্তকে। একইসঙ্গে পার্থ ভৌমিক জানিয়েছেন, বিজেপির মতো নোংরা রাজনীতি করে না তৃণমূল। তাই এই ঘটনায় পুলিশ এবং প্রশাসনের উপর তাঁদের ভরসা আছে।
আরও পড়ুন: পুরুলিয়ায় ঝালদায় গুলিবিদ্ধ কংগ্রেস কাউন্সিলরের মৃত্যু, প্রতিবাদে বনধের ডাক কংগ্রেসের
পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের উপর হামলা খবর পেয়েই ঘটনাস্থলে আসেন বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মা। তিনি জানান, বেশ কিছু প্রমাণ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে তারা উদ্ধার করেছেন। তবে তদন্তে স্বার্থে তা এখন প্রকাশ করা যাবে না। এছাড়া গোটা বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান বারাকপুরের পুলিশ কমিশনার।
আরও পড়ুন : ভরসন্ধেয় খড়দহে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত
এদিকে, ঘটনাস্থলে পুলিশ আসতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী, সমর্থকরা। দোষীদের গ্রেফতারের দাবিতে খানিকক্ষণের জন্য বি টি রোড অবরোধও করা হয়।