পুজোয় ভিড় সামলাতে নতুন পন্থা কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের। টোকেনের বদলে ব্যবহার করা হতে পারে কাগজের টিকিট। রেল সূত্রে জানা গিয়েছে, ওই কাগজের টিকিটের উপর থাকবে QR কোর্ড। যা স্ক্যান করলে ভিতরে ঢোকার অনুমতি মিলবে। ১১ অক্টোবর থেকে পরীক্ষামূলক ভাবে তা চালু করা হচ্ছে।
পুজোর দিনগুলিতে রাত ১২টা পর্যন্ত চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। মেট্রো রেল জানিয়েছে, শিয়ালদহ থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত রুটে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে আপ-ডাউন মিলিয়ে মোট ৭২টি রেক চালানো হবে। দশমীর দিন চালানো হবে মোট ৪৮টি।
আরও পড়ুন : পুজোয় সারারাত পরিষেবা, যাত্রী সুবিধার্থে ঘোষণা মেট্রো রেলের
সপ্তমী থেকে নবমী পর্যন্ত শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১১টা ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো মিলবে বেলা ১২টায়। এই দিনগুলিতে শিয়ালদহ থেকে শেষ মেট্রো মিলবে রাত ১১টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ৪০ মিনিটে। দশমীর দিন শিয়ালদহ থেকে প্রথম মেট্রোর সময় সকাল ১১টা ৫৫ মিনিটে।