হাওড়ার দক্ষিণ পূর্ব শাখায় (Howrah South Eastern Railway) লাইনচ্যুত হয়েছে পার্সেল ভ্যান (Parcel Van)। তার জেরে ব্যাহত রেল পরিষেবা (Rail Service)। ওই শাখার একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে। যার জেরে দুর্ভোগে নিত্যযাত্রীরা। রেলের পক্ষ থেকে বিশেষ কিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।
রবিবার বিকেল ৪টে ৩৫ মিনিটে হাওড়ার দক্ষিণ পূর্ব রেলের সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে ডাউন লাইনে (Down Line) একটি পার্সেল ভ্যান লাইনচ্যুত হয়। এর জেরে হাওড়া থেকে রওনা দিয়ে ওই শাখায় আটকে পড়েছে বেশকিছু এক্সপ্রেস ট্রেন ও লোকাল ট্রেন।
আরও পড়ুন: ২১ জুলাই-এর প্রচারে মমতা, অভিষেক ছাড়া কারও ছবি নয়, ৯ দফা বিশেষ নির্দেশিকা তৃণমূলের
রেল সূত্রে খবর, ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় হাওড়া স্টেশনেই দাঁড়িয়ে আছে, হাওড়া-তিরুচিরাপল্লী এক্সপ্রেস, হাওড়া-আদ্রা শিরোমণি এক্সপ্রেস, হাওড়া টাটা এক্সপ্রেস। দূরপাল্লার এই ট্রেনগুলির সময় পরিবর্তন করা হয়েছে। ডাউনেও বেশ কিছু দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনামা এক্সপ্রেস, মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস ও আমেদাবাদ-হাওড়া এক্সপ্রেস।