আরজি কর কাণ্ডে অসন্তোষ প্রকাশ। বঙ্গরত্ন সম্মান ফেরানোর কথা জানালেন আলিপুরদুয়ারের বিশিষ্ট সাহিত্যিক পরিমল দে। রবিবার সংবাদ সংস্থা এএনআই-কে এমনই জানিয়েছেন প্রবীণ শিক্ষক ও সাহিত্যিক।
সাহিত্যিক পরিমল দে জানিয়েছেন, "পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে নৈরাজ্য় চলছে। দুর্নীতি তো হয়েছেই। পাশাপাশি আরজি করে যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে উত্তাল হয়ে উঠেছে বাংলা। এই আন্দোলনে যাঁরা শামিল, তাঁদের পাশে দাঁড়াতেই বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।" ২০১৬ সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চে পরিমল দে-র হাতে বঙ্গরত্ন সম্মান তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কোনও ঘটনার প্রেক্ষিতে সমাজের বিশিষ্ট জনদের সম্মান ফেরানোর বিষয় নতুন কিছু নয়। জাতীয় স্তরে এটি অনেকবারই দেখা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া সম্মান ফিরিয়ে দিয়েছেন অনেকেই। এই রাজ্যেও এই ঘটনা ঘটেছিল। ২০২২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষ সম্মান দেয় বাংলা অ্যাকাডেমি। তার প্রতিবাদ অন্নদাশঙ্কর স্মারক ফেরান রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়।