মানসিক অবসাদ থেকেই কি এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন পার্ক সার্কাসের(Park Circus firing) মৃত নিরাপত্তারক্ষী? এমন প্রশ্নই এখন ভাবাচ্ছে শহরবাসীকে। মাত্র একবছর আগেই চাকরি পেয়েছিলেন কালিম্পঙের বাসিন্দা চোডুপ(Chodup Lepcha)। কাজ করতেন কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর পঞ্চম ব্যাটালিয়নে। সপ্তাহখানেক আগে আরও অনেকের সঙ্গে তাঁকেও বেকবাগানের(Beck Bagan firing) কাছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউটপোস্টের নিরাপত্তা রক্ষার দায়িত্বে বহাল করা হয়েছিল।
শুক্রবার দুপুর প্রায় আড়াইটে। আচমকাই আউট পোস্ট থেকে বেরিয়ে আসেন চোডুপ। কাঁধে স্বয়ংক্রিয় রাইফেল। কড়েয়া থানা(Karaya Police Station) এলাকার লোয়ার রেঞ্জ রোড দিয়ে হাঁটতে হাঁটতে এগোতে থাকেন তিনি। কাঁধের রাইফেল নেমে আসে হাতে, চলতে শুরু করে গুলি। এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে রাস্তা দিয়ে হাঁটতে থাকেন চোডুপ।
প্রত্যক্ষদর্শীদের মতে, লোয়ার রেঞ্জ রোড(Lower Range road Firing) ধরে এপিসি রোডের দিকে আসছিল একটি অ্যাপ নির্ভর বাইক(Biker injured in firing)। চোডুপের গুলি গিয়ে লাগে বাইকের দুই আরোহীর গায়ে। পিছনের আসনে বসা মহিলার মাথা ফুঁড়ে গুলি বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাইক চালকের গায়েও গুলি লাগে। এরপর নিজের রাইফেল থেকে গুলি চালিয়ে দেন নিজের গলার কাছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চোডুপের।
শুক্রবার পার্ক সার্কাসে একটি জমায়েত(Gathering in Park Cirus) উপলক্ষ্যে বহু মানুষের জমায়েত হয়েছিল। তার মধ্যেই পার্ক সার্কাস থেকে ঢিল ছোড়া দূরত্বের বেকবাগানে(Shootout in Beck Bagan) এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।