নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছে পার্ক স্ট্রিট(Park Street)। তবে এবছর জনসমাগম একটু হলেও কম দেখা গেল পার্ক স্ট্রিট(Park Street) চত্বরে। কলকাতার(Kolkata) আলো ঝলমলে এই চত্ত্বরে এবার জারি হয়েছে কড়া বিধিনিষেধ।
গত ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিটের(Park Street) বিপুল জনস্রোত ভয় ধরিয়েছিল বিশেষজ্ঞদের মনে। তারপর থেকেই রাজ্যে ধারাবাহিকভাবে বাড়তে থাকে দৈনিক আক্রান্তের(Corona) সংখ্যা। তাই এবার নতুন বছরকে কেন্দ্র করে একটু বেশি সতর্ক কলকাতা পুলিশ।
ভিড় নিয়ন্ত্রণে অভিনব কৌশল নেওয়া হয়েছে কলকাতা পুলিশের(KP) পক্ষ থেকে। গার্ডরেল দিয়ে পার্ক স্ট্রিটের(Park Street) ফুটপাতগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবছর পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর অবাধ স্বাধীনতা পাবেন না সাধারণ মানুষ। রেস্তোরাঁ(Resturent) বা দোকানে কেউ ঢুকলে তাকে গাড়ি করেই পার্কস্ট্রিট ছাড়তে হবে। তবে পথচারীদের লাগামছাড়া ভিড়ে রাশ টানার চেষ্টা হলেও যান চলাচলে কোনও বাধা নেই।
নতুন বছরকে(New Year 2022) স্বাগত জানাতে আলো ঝলমলে পার্কস্ট্রিটে(Park Street) ঘনঘন চলছে মাইকিং। কলকাতা পুলিশের(KP) তরফে ভিড় না করার আবেদন জানানো হচ্ছে বারবার। ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি রাখা হবে পার্কস্ট্রিটে(Park Street)। এর পাশাপাশি থাকছে দুটি কুইক রেসপন্স টিম এবং ৩,০০০ পুলিশ কর্মী।