ক্রিসমাস ইভে (Christmas Eve) চুটিয়ে সেলিব্রেশন শহরবাসী। শনিবার সন্ধ্যা নামতেই ভিড় পার্ক স্ট্রিট (Park Street) চত্বরে। বড়দিনের উৎসবে আলোর রোশনাই। সঙ্গে লাল-সাদা টুপির ভিড়। জমিয়ে উৎসব পালন শহরবাসীর।
শনিবার বিকেল থেকেই নিরাপত্তায় নেমে যান পুলিশকর্মীরা। বড়দিনেও এলাকার নিরাপত্তার (Christmas Security) দায়িত্বে থাকবেন ৬ জন ডেপুটি পুলিশ কমিশনার ও ৩ জন জয়েন্ট পুলিশ কমিশনার। গোটা এলাকাকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরে থাকছেন দুজন করে ইন্সপেক্টর। এছাড়া বড়দিনে পার্ক স্ট্রিটে থাকবে দুটি স্পেশাল কুইক রেসপন্স টিম। ৯টি ওয়াচ টাওয়ার থাকছে। রাখা হয়েছে ২০টি ওয়াচ পেট্রলিং টিম। অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৫টি পুলিশ সহায়তা কেন্দ্রও খোলা হয়েছে।
আরও পড়ুন: ক্রিসমাস ইভে সেজে উঠেছে পার্ক স্ট্রিট চত্বর, যান নিয়ন্ত্রণে তৎপর ট্রাফিক পুলিশ
শনিবার বিকেলে প্রত্যেক বারের মতো আলোয় সেজে ওঠে সেন্টস পল ক্যাথিড্রাল। বিকেল থেকেই ভিড় বাড়তে শুরু করে পার্ক স্ট্রিটের একাধিক রেস্তরাঁ ও ক্যাফেগুলিতে। অ্যালেন পার্ক, মিডলটন স্ট্রিট, ক্যামাক স্ট্রিটেও ভিড় ছিল চোখে পড়ার মতো। কলকাতা ট্রাফিক পুলিশের কর্মীদের অনুমান রবিবার এই ভিড় আরও বাড়বে।