কলকাতায় বাড়ানো হল পার্কিং ফি। দু'চাকা, চার চাকা, বাস, এমনকি পণ্যবাহী গাড়ি সব ক্ষেত্রেই বাড়ানো হয়েছে পার্কিং ফি। শনিবার থেকেই নতুন ফি লাগু হয়েছে।
এত দিন প্রতি ঘণ্টায় দু'চাকার গাড়ির ক্ষেত্রে পার্কিং ফি দিতে হত ৫ টাকা। এখন থেকে সেই ফি বাড়িয়ে প্রথম ২ ঘন্টার জন্য ১০ টাকা করা হয়েছে।
চার চাকা গাড়ির ক্ষেত্রে পুরাতন ফি ছিল প্রতি ঘন্টায় ১০ টাকা। শনিবার তা বাড়িয়ে ২০ টাকা করে দেওয়া হয়েছে। বাস, লরি-সহ পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে ঘন্টা প্রতি ফি ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে।