রবিবার সকালে শিয়ালদার(building collapsed near Sealdah) কাছে অ্যান্টনিবাগান লেনে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ। বাড়ি ফাঁকা থাকায় অল্পের জন্য রক্ষা পেলেন স্থানীয়রা।
জানা গিয়েছে, সকাল সোয়া ৮টা নাগাদ অ্যান্টনিবাগান লেন ও বুদ্ধ ওস্তাগর লেনের সংযোগস্থলে একটি পুরনো বাড়ির দোতলার বারান্দা(building collapsed near Sealdah) ভেঙে পড়ে। ধসে পড়ে সেই দেওয়ালের একাংশ। তবে বাড়ির বাসিন্দারা মালদায় আত্মীয়ের বাড়িতে যাওয়ায় বড়সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পান। এর পাশাপাশি, বাড়ির একতলায় দোকানও বন্ধ ছিল। ফলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে রেখেছে আমহার্স্ট স্ট্রিট থানার(Amherst Street Police Station) পুলিশ। তবে বিপজ্জনক বাড়ির তকমা না থাকলেও কীভাবে বাড়িটি ভেঙে পড়ল, তা নিয়েও চাঞ্চল্য দেখা দিয়েছে।
এর আগেও শিয়ালদা চত্বরে মেট্রোর(Metro service in sealdah) কাজ চলায় ভেঙে পড়ে বিভিন্ন বাড়ির একাংশ। ফাটল দেখা যায় বিভিন্ন বাড়ির দেওয়ালে। নিরাপত্তার কারণে বাড়ি ছাড়তে হয় বাসিন্দাদের। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় রীতিমতো আতঙ্কে ভুগছেন এলাকাবাসী।