তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chaterjee) ২ দিনের ইডি হেফাজতে (ED Custody) থাকার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। সোমবার ফের তাঁকে আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে টানা ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর শুক্রবার রাত ১টা ৫৫ মিনিট নাগাদ নাকতলার বাড়ি থেকে তৃণমূল বিধায়ককে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এরপরেও চলতে থাকে জেরা। শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হয় জোকা ইএসআই হাসপাতালে (Joka ESI Hospital)। সেখান থেকে নিয়ে আসা হয় ব্যাঙ্কশাল আদালতে (Bankshall Court)। আদালতে তৃণমূল বিধায়ককে নিজেদের হেফাজতে নেওয়ার সওয়াল করেন। তাতে সম্মতি দেয় আদালত।
শুক্রবার আনুমানিক ভোর 8টে নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷ SSC নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে শনিবার সকাল পর্যন্ত জেরা করেছে ইডি ৷ জানা গিয়েছে, এর আগে এত দীর্ঘ সময় ধরে কোনও অভিযুক্তকে জেরা করেনি কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ জিজ্ঞাসাবাদে ইডি আধিকারিকদের সহায়তা না-করার কারণেই প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
আরও পড়ুন: অর্পিতা মুখোপাধ্যায়য়ের বাড়ি থেকে উদ্ধার ২১ কোটি ২০ লক্ষ টাকা
শুক্রবার দক্ষিণ কলকাতায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ২১ কোটি টাকা ও ৫৪ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা। পাওয়া যায় ২০টি মোবাইল ফোনও। সেখানে উচ্চশিক্ষা দফতরের অ্যাডমিট কার্ড ও সরকারি খামও উদ্ধার হয় বলে ইডি সূত্রে খবর।