Partha-Arpita at CGO : সিজিও থেকে বার করে আদালতের পথে অর্পিতা-পার্থ

Updated : Aug 10, 2022 12:03
|
Editorji News Desk

স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্য়ায়কে সিজিও থেকে বার করা হল। গত কয়েকদিন ধরে এই পথ ধরেই জোকার হাসপাতালে গিয়েছেন দু জনে। তাঁদের মুখ থেকে কিছু না কিছু শোনার জন্য উদগ্রীব ছিল সংবাদমাধ্যম। এদিন তাঁদের দু জনকে নিয়ে যাওয়া হল আদালতে। ব্য়াঙ্কশাল আদালতে গঠিত বিশেষ ইডি আদাতের নির্দেশ গত ১০ দিন ইডি হেফাজতে ছিলেন পার্থ ও অর্পিতা। 

আদালতের নির্দেশ অনুযায়ী, বুধবারই শেষ হচ্ছে পার্থ-অর্পিতার (Partha Chatterjee-Arpita Mukherjee) ইডি হেফাজত । এদিন, তাঁদের ফের আদালতে তোলা হবে । এদিকে, ইডি সূত্রে খবর, গত ১০ দিনে সেভাবে মুখ খোলেননি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee-Arpita Mukherjee to produce in court) । তিনি ইঙ্গিত দিয়েছেন, সময় এলে সব বলবেন । পার্থ-অর্পিতা কারও থেকেই সব প্রশ্নের উত্তর পাননি ইডি আধিকারিকরা । তাই মনে করা হচ্ছে, স্কুল সার্ভিস কমিশন (SSC) ও প্রাথমিক টেট মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতাকে ফের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চেয়ে আদালতে আবেদন জানাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ।   

এদিকে, মঙ্গলবার কলকাতার বিভিন্ন প্রান্তে অর্পিতার কয়েকটি ফ্ল্যাট ও পার্লারে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি আটক করেন তদন্তকারীরা । কোনও কোনও ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছে । মাদুরদহের একটি ফ্ল্যাট থেকে দুটি ফাইল উদ্ধার হয়েছে, অন্যান্য আবাসনে কোনও গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায় কি না, তার জন্য তল্লাশি চালানো হয় । উল্লেখ্য, মঙ্গলবার সিল করে দেওয়া হয় রাজডাঙার ‘ইচ্ছে’।  

গত ২৩ জুলাই গভীর রাতে পার্থকে গ্রেফতার করা হয় । ২৪ জুলাই তাঁকে সিজিও কম্পলেক্সে নিয়ে যাওয়া হয় । ওই দিনই অর্পিতাকে গ্রেফতার করে ইডি । ইডি আধিকারিকদের দাবি, অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা, প্রচুর গয়না, বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে । সিবিআইয়ের বিশেষ আদালত (পিএমএলএ) তাঁদের ১০ দিনের ইডি-র হেফাজতে রাখার নির্দেশ দেয় । ৩ অগাস্ট সেই সময়সীমা শেষ হচ্ছে ।

Arpita MukharjeeSSC Recruitment ScamEDPartha Chatterjee Arrest

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি