রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে ফের গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। এবার প্রাথমিকে নিয়োগের দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সোমবার তাঁকে গ্রেফতারির জন্য বিশেষ আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। একইসঙ্গে এই তদন্তে গ্রেফতার করা হয়েছে প্রোমোটার অয়ন শীলকেও। গ্রেফতারির পরেও পার্থ এবং অয়নকে আপাতত নিজেদের হেফাজতে চায়নি সিবিআই। যদিও, এই গ্রেফতারির আগেই অসুস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ভর্তি রয়েছেন জেল হাসপাতালে।
২০২২ সালের ২৩ জুলাই, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাই কোর্টের নির্দেশের পর তৎকালীন শিল্পমন্ত্রীকে প্রথম গ্রেফতার করেছিল ইডি। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা।
সেই মামলায় মুক্তি পেতে এদিনই সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর গ্রেফতারির কয়েক মাস পরেই হুগলির তৃণমূলের প্রাক্তন নেতা শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকেও গ্রেফতার করা হয়েছিল। সিবিআইয়ের অভিযোগ, অয়ন আট এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ কোটি টাকা তুলেছিলেন। সেই টাকা সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে গিয়েছিল।