রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে জেলে ঢোকানোর হুমকি দিয়ে বিপাকে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার রাজ্য বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব পেশ করে শাসক দল। সেই প্রস্তাব স্বাধিকারভঙ্গের কমিটির কাছে পাঠিয়ে তদন্তের নির্দেশ দিয়ছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে শুভেন্দুর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানাতেও অভিযোগ দায়ের করছেন রাজ্যের সেচমন্ত্রী। শুক্রবার রাজ্য বিধানসভায় পার্থ ভৌমিককে একমাসের মধ্যে জেলে ঢোকানোর হুমকি দিয়েছিলেন শুভেন্দু।
গত শুক্রবার বাজেট পর্যালোচনায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ভাষণের জবাব দিতে উঠে সেচমন্ত্রীকে টার্গেট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তখনই পার্থ ভৌমিককে জেলে পুরে দেওয়ার হুমকি দেন শুভেন্দু। পার্থ ভৌমিক জানান, দেশের আইন আছে। তাঁর সঙ্গে যাঁরা মেলামেশা করেন, তাঁরা সবাই জানেন তিনি কখনও অসংসদীয় কথা বলেন না। নিরাপত্তার কারণে শুভেন্দুর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন পার্থ ভৌমিক।
তিনি জানিয়েছেন, নিরাপত্তার অভাব বোধ করায় তিনি শুভেন্দুর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন। কারণ, তাঁকে রাস্তায় বেরিয়ে কাজ করতে হয়। তাঁর আনা স্বাধিকারভঙ্গের নোটিসের পরিপ্রেক্ষিতেই এদিন শুভেন্দুর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।