শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নামে বহু যৌথ সম্পত্তি আছে। সোমবার কলকাতার বিশেষ আদালতে দাবি করেছেন ইডির আইনজীবী। ইডির দাবি, পার্থ ও অর্পিতার মধ্যে এমন কোনও সম্পর্ক আছে, যার জেরেই এই যৌথ সম্পত্তি (Joint Properties)। যদিও এই তত্ত্ব মানতে চাননি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। যৌথ সম্পত্তি আছে মানেই এই নয়, অর্পিতার সঙ্গে পার্থের সম্পর্ক আছে।
সোমবার ইডির বিশেষ আদালতে কেন্দ্রীয় সংস্থার আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, "পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের যৌথ সম্পত্তির হদিশ মিলেছে। মনে হয়, তাদের মধ্যে নিশ্চয় কোনও সম্পর্ক আছে, যার ফলে তারা একসঙ্গে সম্পত্তি কিনেছেন।" এই প্রসঙ্গেই পাল্টা জবাব দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী দেবাশিস রায়। তিনি বলেন, "অর্পিতা আমার মক্কেলের পরিচিত। কিন্তু জুনিয়রের বাড়িতে টাকা উদ্ধার হলেই মক্কেল যে যুক্ত, তা কী করে প্রমাণিত হয়!"
আরও পড়ুন: 'দোষ প্রমাণিত হলে যাবজ্জীবন',প্রশ্নের জবাবে পার্থ বললেন,মমতা 'ঠিক বলেছেন '
গত শুক্রবার অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি টাকা নগদ অর্থ উদ্ধার করে ইডি। উদ্ধার করা হয় বিদেশি মুদ্রা, সোনার গয়না। টানা ২৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কেও। তাঁর বাড়ি থেকে জমির দলিল ও সংস্থার নথিও উদ্ধার করা হয়েছে।