প্রায় এক সপ্তাহ হয়ে গেল ইডি হেফাজতে রয়েছেন পার্থ-অর্পিতা। সূত্রের খবর, খাবার থেকে পোশাক সবেতেই এসেছে পরিবর্তন। বদল এসেছে তাঁদের খাদ্যতালিকাতেও। একজন চান ভাত, অন্যজনের পছন্দ ড্রাই ফ্রুটস ও কফি। তবে ইডি হেফাজতে চিকিৎসকদের পরামর্শ মেনে তাঁদের জন্য তৈরি হয়েছে ডায়েট চার্ট। সূত্রের দাবি, সেই ডায়েট চার্টেও রয়েছে এলাহি আয়োজন। সকাল থেকে সন্ধ্যে জেরা পর্ব মিটিয়ে কী খাচ্ছেন পার্থ-অর্পিতা?
ইডি সূত্রে খবর, পার্থর ডায়েট চার্টে আছে চিনি ছাড়া লিকার চা। সঙ্গে দুটি বিস্কুট। জলখাবারে ওটসের খিচুড়ি। ঘন্টাখানেক পরে পার্থর জন্য বরাদ্দ ফল। দুপুরে মুসুম্বি। সূত্রের খবর, রবিবার দুপুরে পার্থর নাকি আবদার খাসির মাংসের। তবে দেওয়া হয়েছে মুরগির মাংসের হালকা ঝোল। এতদিন সন্ধ্যে হলেই তেলেভাজার আসরে মন বসাতেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু ইডি হেফাজতে ভরসন্ধ্যায় তাঁর বরাদ্দ শুধুই বিস্কুট। রাতে দুটি রুটি-সবজির সঙ্গে এক লিটার ওআরএসের জল।
তুলনায় আহারে রয়েছেন অর্পিতা। তাঁর পছন্দ এমনিতে ব্ল্যাক কফি। ইডি সূত্রে খবর, সকালে অর্পিতার জন্য থাকে লিকার চা, সঙ্গে দুটি বিস্কুট। জলখাবারে ব্রাউন ব্রেড ৪ পিস, ডিম সেদ্ধ, কলা। একঘন্টা পর ফলাহার। দুপুরের মেনুতে ভাত, রুটি, ডাল, সবজি, মাছ। আবার সন্ধ্যেতে চা-বিস্কুট। রাতে ২ রুটি আর সবজি।
আরও পড়ুন- Arpita Mukherjee : ‘ম্যাডাম’ অর্পিতা গ্রেফতার, কাজ হারিয়ে দুশ্চিন্তায় 'ইচ্ছে'-র কর্মচারীরা
ইডি কর্তাদের কড়া নজরদারিতে পার্থ-অর্পিতার জন্য রান্না-বান্না চলছে। বাটা মশলা, হালকা তেলে যাবতীয় রান্না করা হচ্ছে। আর এই খাবার খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। তাই তাঁদের ডায়েটে রাখা হয়েছে পুষ্টিযুক্ত খাবার।