শরীর ভাল নেই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)। নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির মামলায় ব্যাঙ্কশাল আদালতে ভার্চুয়ালি শুনানিতে হাজিরা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। ভার্চুয়াল শুনানিতে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ও। যদিও বিচারক তাঁদের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে মানিক ভট্টাচার্যও (Manik Bhattacharya)। এদিন নগর দায়রা আদালতে আনা হয় প্রাথমিক শিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতিকে। জামিনের আবেদন করেন মানিক ভট্টাচার্যের স্ত্রী ও পুত্র। জামিনের আর্জির বিরোধিতা করে ইডি।
আরও পড়ুন: ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত, রাতে বাড়ি ফেরার জন্য একজোড়া মেট্রোর ঘোষণা
প্রসঙ্গত, ইডি দাবি করেছে, এক মৃত ব্যক্তির সঙ্গে ব্যাঙ্কে যৌথ অ্যাকাউন্ট রয়েছে মানিক পত্নীর। সেই অ্যাকাউন্টে ৩ কোটি টাকা রয়েছে। মানিকের পুত্র শৈমিকের ভূমিকায় তদন্তকারীদের আতসকাচের তলায়।