আট বছর আগে পার্থ চট্টোপাধ্যায় থেকে হয়ে ওঠেন ডঃ পার্থ চট্টোপাধ্যায়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ হয় তাঁর পিএইচডি ডিগ্রি। কিন্তু এসএসসি দুর্নীতি সামনে আসতেই ইডির রাডারে এবার রাজ্যের শিল্পমন্ত্রীর পিএইচডি ডিগ্রি। অভিযোগ, তৃণমূলের মহাসচিবকে পিএইচডি ডিগ্রি পাইয়ে দেওয়ার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভাগীয় প্রধান থেকে শুরু করে সর্বোচ্চ কর্তৃপক্ষ বিভিন্ন ক্ষেত্রে নিয়ম ভেঙেছেন।
জানা গিয়েছে, বিভাগীয় প্রধানকে সাতটি বিষয়ে প্রশ্ন করেছিলেন তৎকালীন রেজিস্ট্রার। জানতে চাওয়া হয়, ছ’মাসের কোর্সওয়ার্ক করতে ক্লাসে ৭৫ শতাংশ হাজিরা বাধ্যতামূলক, সেখানে দু’দিন এসে পার্থ কীভাবে পরীক্ষা দিয়েছেন? একই সঙ্গে তথ্য জানার অধিকার আইনে বিশ্ববিদ্যালয়ের কাছে বিভিন্ন জন জানতে চান, পার্থ কোর্সওয়ার্কের পরীক্ষা দিয়েছিলেন কি না, কোর্সওয়ার্কের জন্য কত ক্লাস হয়েছিল, পার্থ কতগুলি ক্লাস করেছিলেন, কত ক্লাস করা দরকার? ২০১২ সালে পার্থ কোর্সওয়ার্কের পরীক্ষা দেন। পিএইচডি ডিগ্রি পেতে আরও দু’বছর তাঁকে অপেক্ষা করতে হয়। ২০১২ সালের ২৩ এপ্রিলই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৎকালীন প্রধান সঞ্চারী রায় মুখোপাধ্যায় লিখিতভাবে জানিয়েছিলেন: কোর্সওয়ার্কে প্রতিটি ২ ঘণ্টা করে মোট ৪৮টি ক্লাসরুম-লেকচার হয়েছে। পার্থ দু’দিন এসেছিলেন।
আরও পড়ুন- Partha Chatterjee: পার্থ ঘনিষ্ঠ বলে অপপ্রচার, লালবাজারে অভিযোগ দায়ের অধ্যাপিকা সোমা বন্দ্যোপাধ্যায়ের
প্রশ্ন উঠেছে, দু'দিন ক্লাসে এলে তাঁর উপস্থিতি কীভাবে ৭৫% হয়? সেক্ষেত্রে প্রধানের যুক্তি ছিল, অর্থনীতিতে কোর্সওয়ার্কের জন্য সপ্তাহে ১৬ ঘণ্টা সময় দিতে হবে বলে সিদ্ধান্ত হয়। তার মধ্যে ৪ ঘণ্টা ‘ক্লাস লেকচার’ এবং ১২ ঘণ্টা লাইব্রেরি-ওয়ার্ক। ছুটিছাটা মিলিয়ে ১৩ সপ্তাহ তা চলবে। সব মিলে ২০৮ ঘণ্টা। তার ৭৫ শতাংশ অর্থাৎ ১৫৬ ঘণ্টা হাজিরা দিতেই হবে। পার্থর গাইড তথা সুপারভাইজাররা শংসাপত্র দিয়েছেন, পার্থ প্রতিদিন চার ঘণ্টা করে প্রতি সপ্তাহে ৩ দিন তাঁদের সময় দিয়েছেন। সেই মতো ১৫৬ ঘণ্টা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক অর্ধেন্দু মণ্ডল বলেন, ‘‘কোর্সওয়ার্কের ৭৫ শতাংশ ক্লাসে উপস্থিত থাকতে হবে— এটাই নিয়ম। না হলে তো সবাই ঘরে বসেই কোর্সওয়ার্ক করবে।’’ তৎকালীন বিভাগীয় প্রধান সঞ্চারী বর্তমানে দক্ষিণ দিনাজপুর এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য। তিনি বলেন, ‘‘বিভাগীয় কমিটি সব অনুমোদন করেছে। কোনও ভুল নেই। কর্ম সমিতিতেও তা পাশ করানো হয়েছে।’’ বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতিতে এ ভাবে কোর্সওয়ার্ক অনুমোদন করানোটাও নজিরবিহীন বলে দাবি শিক্ষকদের একাংশের।