আদালত থেকে পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পথে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল ব্যাঙ্কশাল আদালত চত্বর। ১১০ কেজির বিশাল বপুকে প্রিজন ভ্যানে তুলতে আনতে হল ঠান্ডা পানীয় রাখার ক্রেট। তাতেই পা দিয়ে কোনওরকমে প্রিজন ভ্যানে উঠলেন ১১০ কেজির পার্থ।
জানা গিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রিজন ভ্যানে ওঠাতে প্রথমে আনা হয় একটি কাঠের টুল। কিন্তু সেই টুলের উচ্চতা বেশি ছিল। পাশাপাশি সেটি নড়বড়ে কিনা তাও খতিয়ে দেখা হয়। প্রিজন ভ্যানের বাইরে তখন থিকথিকে ভিড়। সেই ভিড়ের মধ্যে থেকে কেউ ছুটে গিয়ে নিয়ে আসেন একটি ঠান্ডা পানীয় রাখার ক্রেট। বেশ কিছুক্ষণের চেষ্টায় সেটায় পা দিয়েই প্রিজন ভ্যানের ভিতরে ঢুকতে হয় পার্থকে।
আরও পড়ুন- Rakhi Purnima Holiday in West Bengal: রাখিতে রাজ্য সরকারের দফতরে ছুটি, ঘোষণা নবান্নের
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় শুক্রবার আদালতে হাজির করানো হয় ধৃত পার্থ ও অর্পিতা মুখোপাধ্যায়কে। শুক্রবার শুনানি চলাকালীন পার্থর জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী কৃষ্ণচন্দ্র দাস। ইডির তরফে সওয়াল করেন আইনজীবী ফিরোজ এডুলজি এবং ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। দুই পক্ষের সওয়াল-জবাবের পর পার্থকে শুক্রবার ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠায় আদালত। রাত ৮টা নাগাদ প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।