স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি চলাকালীন কেঁদে ফেললেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন আদালতে তাঁকে বলতে শোনা যায়, 'জামিন দিন, বাঁচতে দিন।'
পার্থ চট্টোপাধ্যায়ের ১৪ দিনের জেল হেফাজত শেষ হয় বুধবার। এদিন ফের ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয় তাঁকে। ভার্চুয়ালি শুনানিতে ছিলেন অর্পিতা মুখোপাধ্যায়ও। পার্থের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি চলাকালীন জামিনের প্রসঙ্গ উঠতেই কান্নায় ভেঙে পড়েন তৃণমূল নেতা। এদিকে এদিনই জেল হেফাজতের আবেদন করেন ইডির তদন্তকারী আধিকারিকরাও।
শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারির অভিযোগ, গত ২৩ জুলাই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। ইডি হেফাজতের পর বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি তিনি। বুধবার বিচারক বিদ্যুৎকুমার রায় জানান, পার্থ চট্টোপাধ্যায় চাইলে কিছু বলতে পারেন। বিচারকের কাছে রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেন পার্থ চট্টোপাধ্যায়। জানান, তাঁকে তিন বেলা ওষুধ খেতে হয়। নিয়মিত চিকিৎসারও প্রয়োজন আছে। তদন্তকারীরা তাঁর বাড়িতে ৩০ ঘন্টা তল্লাশি চালিয়েও কিছু উদ্ধার করতে পারেননি। তা হলেও তাঁকে কেন জামিন দেওয়া হচ্ছে না। আদালতে বিচারককে জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী।