শুক্রবার রাত থেকে প্রেসিডেন্সি জেলে ঠাঁই হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তারপর থেকে জেলের ঠান্ডা মেঝেতেই রাত কেটেছে পার্থ চট্টোপাধ্যায়ের। বাকি বন্দিদের মতোই জেল থেকে দেওয়া হয়েছিল কম্বল। তবে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা খতিয়ে দেখে এবার চৌকি বরাদ্দ করল জেল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, শুক্রবার রাতে সেলে হন্যে হয়ে চেয়ারের খোঁজ করেন পার্থ। এরপরই চেয়ার মিলবে কিনা তা দেখতে জেল কোড খতিয়ে দেখেন জেল কর্তৃপক্ষ। শনিবার ডিআইজি কারা প্রেসিডেন্সি জেলে গিয়েছিলেন। চেয়ার না মিললেও বন্দির কথা ভেবে চৌকির ব্যবস্থা করেছে জেল কর্তৃপক্ষ। শনিবার সকালে চা-পাউরুটি খান পার্থ। দুপুরে ভাত খাওয়ার প্রস্তাব দিলে তিনি জেল কর্তৃপক্ষকে জানান, দুপুরে কোনও দিনই তিনি লাঞ্চ করেন না। তাই দুপুরেও চা-পাউরুটিই খান তিনি।
আরও পড়ুন- Partha Chatterjee: মমতায় পূর্ণ আস্থা রয়েছে পার্থর, বিধায়ক পদ না ছাড়ার কথা জানালেন পার্থর আইনজীবী
সূত্রের খবর, শনিবার একবারই সেলের বাইরে বের হন পার্থ। আইনজীবীর সঙ্গে কথা বলার জন্যই বের হয়েছিলেন তিনি। এদিকে জেল কর্তৃপক্ষ পার্থকে জানিয়েছেন চাইলে তিনি ক্যান্টিন থেকে খাবার কিনে নিতে পারেন। তবে তা আদৌ তা পার্থ খাবেন কী না, সেদিকেও নজর রয়েছে জেল কর্তৃপক্ষের।