Partha Chatterjee : দলের সঙ্গেই তিনি, হাসপাতাল থেকে বেরিয়ে তৃণমূলকে বার্তা পার্থ চট্টোপাধ্য়ায়ের

Updated : Aug 27, 2022 17:03
|
Editorji News Desk

হঠাৎ অসুস্থ। শনিবার দুপুর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজ্য়ের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে। গত ২৩ জুলাই স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে পার্থর ঠিকানা প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগার। সেখান থেকেই এদিন দুপুরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ভাল নেই বলেই দাবি করেছেন পার্থ। হাসপাতাল সূত্রে খবর, রেডিওলজি বিভাগে আনা হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে। খানিক ক্ষণ পরেই হাসপাতাল থেকে বার করে নিয়ে যাওয়া হয়। বেরনোর সময় পার্থ দাবি করেন, দলের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। 

দিন কয়েক আগেই তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন এসএসকেএমের একদল চিকিৎসক। মূলত পা ও পিঠ ফুলে যাওয়ায় সংশোধনাগার কর্তৃপক্ষ চিকিৎসকদের খবর দিয়েছিল। এরআগে পার্থকে পরীক্ষা করার পর কার্যত ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল ভুবনেশ্বরের এইমস থেকে।

এদিকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক সঙ্গীর খোঁজে ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি হোটেলে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে পার্থের সঙ্গীর খোঁজে তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। শনিবার ঝাড়খণ্ডের হজারিবাগ জেলার ভাণ্ডারা পার্কের একটি হোটেলে যান তাঁরা। 

আয়কর দফতরের আধিকারিকরা সূত্র মারফত খবর পান ওই হোটেলে এসেছেন পার্থের এক সঙ্গী। সূত্রের খবর, বেশ কিছু দিন ধরে তিনি আয়কর দফতরের নজরে ছিলেন। যদিও হোটেলে আয়কর আধিকারিকরা পৌঁছনোর আগেই তিনি পালিয়ে যান। সংবাদ সংস্থা জানাচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) তরফে আয়কর দফতরকে জানানো হয় পার্থ-ঘনিষ্ঠ ওই ব্যক্তির কাছে প্রচুর নগদ টাকা রয়েছে। এরপরেই ওই ব্যক্তির খোঁজ শুরু হয়।

 

SSKM hospitalEDPartha Chatterjee ArrestSSC Recruitment Scam

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি