রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ (SSKM) জানিয়েছে, শারীরিকভাবে বর্তমানে স্থিতিশীল (Stable) রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর প্যারামিটারগুলি ঠিকই আছে। হার্টের বা অন্য কোনও সমস্যা নেই তাঁর। গতকাল রাতে পার্থ চট্টোপাধ্যায়কে হুইলচেয়ারে করে এসএসকেএমে নিয়ে এসে এমার্জেন্সিতে দেখানো হয়। তার পরে তাঁকে কার্ডিওলজির আইসিসিইউ ১৮ নম্বর বেডে ভর্তি করা হয়েছিল। তবে পরে তাঁকে এসি-১ কেবিনে স্থানান্তরিত করা হয় বলে খবর।
প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের সময়েও পার্থ চট্টোপাধ্যায় দু-এক বার অসুস্থ বোধ করেন বলে জানা যায়। এমনকি শুক্রবার বিকেলে পার্থর বাড়িতেও পৌঁছন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা।
আরও পড়ুন- Arpita Mukherjee Update: অর্পিতার বাড়ি থেকে বাজেয়াপ্ত বিপুল টাকার ভবিষ্যৎ কী, কোথায় যাবে এই টাকা?
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় পৌঁছন এসএসকেএম-এ। কার্ডিওলজি বিভাগের এমার্জেন্সি-তে নিয়ে যাওয়া হয় তাঁকে, পরীক্ষার পরে তাঁকে ভর্তি করানো দরকার বলে জানান চিকিৎসকরা। ভর্তির পরে তাঁকে পরীক্ষা করে দেখেন নেফ্রোলজি, কার্ডিয়োলজি, এন্ডোক্রিনোলজির বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তখনই তাঁর চিকিৎসার জন্য তৈরি করা হয় চিকিৎসকদের ছ’জনের একটি দল।