ইএসআই হাসপাতাল থেকে ব্যাঙ্কশাল কোর্টে গেলেন পার্থ। শনিবার নিজেদের হেফাজতে নেওয়ার আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা হল জোকা ইএসআই হাসপাতালে। প্রায় দু’ঘণ্টা বাদে পার্থকে নিয়ে হাসপাতাল থেকে বের হন ইডি আধিকারিকরা। যদিও পার্থ চট্টোপাধ্যায় জানান, দলনেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি।
শনিবার সকাল ১০টায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তারপরই তাঁকে গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যান ইডির আধিকারিকরা। যাদবপুর, পাটুলি হয়ে বাইপাস ধরে কনভয় ছোটে মা ফ্লাইওভারের দিকে। কিন্তু ফের মোড় ঘরে যায় কনভয়ের। এভাবেই শহরের বেশ কয়েকটি রাস্তায় ঘোরার পর কনভয়ের অভিমুখ ঘিরে তীব্র ধোঁয়াশা তৈরি হয়। অবশেষে সব জল্পনা কাটিয়ে জোকার ইএসআই হাসপাতালের সামনে এসে দাঁড়ায় ইডির গাড়ি।
আরও পড়ুন- Ed on Pattha Chatterjee : জোকায় ডাক্তারি পরীক্ষা, আজই আদালতে তোলা হচ্ছে পার্থকে
সূত্রের খবর, মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন করবে ইডি। কারণ, তাদের অভিযোগ, স্কুল সার্ভিস দুর্নীতি তদন্তে অনেক প্রশ্নের উত্তর চেপে গিয়েছেন রাজ্য়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী।