ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে আসা হল তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ইএসআই হাসপাতালে মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে নিয়ে আদালতের দিকে রওনা হন ইডি আধিকারিকরা। ইডি সূত্রের খবর, তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে তারা। উল্লেখ্য, টানা প্রায় ২৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার তাঁকে গ্রেফতার করে ইডি। তাঁদের দাবি, তদন্তে অসযোগিতা করায় গ্রেফতার করা হয় রাজ্যের এই মন্ত্রীকে।
এসএসসি নিয়োগে (SSC Scma) অনিয়ম সংক্রান্ত মামলায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে প্রায় ২১ কোটি টাকা উদ্ধারের পরেই সে বিষয়ে পার্থকে প্রশ্ন করা হলে মুখে কুলুপ আঁটেন মন্ত্রী। পাশপাশি উদ্ধার হয়, প্রায় ৫০ লাখ টাকার সোনার গয়না এবং ২০টি দামি মোবাইল ফোন।
আরও পড়ুন- Tmc On Partha Chatterjee Arrest : তৃণমূলের অন্দরেই পার্থর ইস্তাফার দাবি, নজর রাখছে দল, দাবি কুণালের
মন্ত্রীকে গ্রেফতারের পর তাঁর নাকতলার বাড়ি থেকে প্রায় দেড় ঘণ্টা বিভিন্ন রাস্তায় ঘুরেছে ইডির গাড়ি। প্রথমে জানা যায়, তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে সল্টলেকে ইডির সিজিও দফতরে। পরে জানা যায়, তাঁকে সরাসরি তোলা হবে আদালতে। কিন্তু আবার বদলে যায় ইডির গাড়ির অভিমুখ। গাড়ি ঘোরে বেহালার রাস্তার দিকে। শেষে বেলা সাড়ে ১১টা নাগাদ গাড়ি গিয়ে থামে জোকা ইএসআই হাসপাতালের সামনে।