নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এদিন ডিভিশন বেঞ্চের রায়ের পরই বাড়ি থেকে বের হন তিনি। বুধবার পৌনে ছটায় সিবিআই দফতরে (Nizam Palace) পৌঁছে যান তিনি।
এর আগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ (High Court Single Bench) নির্দেশ দেয় সিবিআই দফতরে হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। এই নিয়ে বুধবার ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। এদিন কলকাতা হাইকোর্টে তাঁর মামলা শোনেনি ডিভিশন বেঞ্চ। আদালতে বলা হয়, আর্জি জানানোর প্রক্রিয়া মানেননি পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টে বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ জানায় মামলা দায়ের না করেই ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিঙ্গল বেঞ্চের রায়েই আস্থা ডিভিশন বেঞ্চের, সিবিআই তদন্তের নির্দেশ বহাল
এদিন ডিভিশন বেঞ্চ মামলা না শোনায় সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল থাকে। এরপরই বাড়ি থেকে রওনা দেন পার্থ চট্টোপাধ্যায়। সন্ধে ৬টার সময় তাঁর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু ১৫ মিনিট আগেই পৌঁছে যান তিনি। পার্থ চট্টোপাধ্যায় আসবেন বলে সিবিআই দফতরেও ছিল সাজো সাজো রব। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই কর্তারা।