জেলে আর অতিরিক্ত সুবিধা নিতে চান না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এমনই দাবি করেছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, তাঁর বাঁ পা ও কোমরে ব্যথা আছে। তবু জেল হাসপাতালে যেতে চাননি পার্থ।
প্রেসিডেন্সি জেলে তিনদিন কাটিয়ে ফেলেছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। রবিবার বিকেলে নিরাপত্তরক্ষীর সামনেই সেলের বাইরে পায়চারি করেন পার্থ। রবিবার তাঁর সেলে গিয়ে পরীক্ষা করেন জেল হাসপাতালের চিকিৎসকরা। তাঁকে জেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় জেল কর্তৃপক্ষ। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, অতিরিক্ত সুবিধা তিনি নিতে চান না। সোমবার জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন, তাঁর আইনজীবী।
আরও পড়ুন: তদন্তের স্বার্থে পার্থ-অর্পিতাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI
অন্যদিকে জেলে অনেকটাই স্বাভাবিক অর্পিতা মুখোপাধ্যায়। সূত্রের খবর, জেলেই তাঁর নিয়মিত পরীক্ষা হচ্ছে। স্বাভাবিক ভাবেই খাওয়া দাওয়া করছেন তিনি।