প্রায় ২২ বছরের বিধায়ক, তারপর ১১ বছরের মন্ত্রী। তবে সর্বস্ব খুইয়ে এখন প্রেসিডেন্সি জেলেই ঠাঁই হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। সেখানে সাধারণ বন্দির মতোই রাত কাটল তাঁর।
জানা গেছে, এসিতে অভ্যস্ত পার্থ চট্টোপাধ্যায়ের রাত কাটে সাধারণ ফ্য়ানের হাওয়াতেই। জেলের ওয়ার্ড নম্বর ২-এর যে ঘরে রাখা হয়েছে পার্থকে, সেটিকে আগে থেকেই পরিচ্ছন্ন করে রাখা হয়েছিল। সূত্রের খবর, ধবধবে কোনও বিছানা নয়, সাধারণ চাদরেই শুতে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে।
রাতে দেওয়া হয় মিনারেল ওয়াটারের বোতল। শনিবার সকালে প্রাতরাশে ছিল অন্যান্য বন্দিদের মতোই চা আর বাটার টোস্ট। যদি পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের তরফে কেউ তাঁর সঙ্গে দেখা করতে চান, তাহলে সেই ব্যবস্থা থাকছে। পরিবারের কেউ খাবার-পোশাক দিতে চাইলে তার ব্যবস্থাও থাকছে। কিন্তু এর বাইরে আর কোনও সুবিধা আপাতত পাবেন না পার্থ।
আরও পড়ুন- Partha-Arpita Case: ক্রেটের সাহায্যে প্রিজন ভ্যানে উঠলেন পার্থ, ৩ কেজি ওজন কমল প্রাক্তন মন্ত্রীর
সেলে পার্থর নিরাপত্তার জন্য অতিরিক্ত রক্ষীর ব্যবস্থা হয়েছে। জেলে পার্থকে নিয়ে যাওয়ার পর সেখানে হাজির হন ইডির (ED) এক আধিকারিক। পার্থ ইডি হেফাজতে থাকার সময় ওষুধপত্র, জামাকাপড়-সহ যেসব জিনিস ব্যবহার করছিলেন, তা ওই আধিকারিক জেল কর্তৃপক্ষের হাতে তুলে দেন। রাতে সেলে পার্থকে খেতে দেওয়া হয় রুটি ও সবজির ঘ্যাঁট।
এই ওয়ার্ডেই পার্থর পাশের সেলে রয়েছেন তৃণমূল নেতা ছত্রধর মাহাতো। ওয়ার্ডের অন্যান্য সেলের বাসিন্দাদের মধ্যে আছে মার্কিন দূতাবাসে হামলা চালানো জঙ্গি আফতাব আনসারি, জামালউদ্দিন নাসের-সহ কুখ্যাত আসামীরা।