শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার সিবিআইয়ের চার্জশিটেও নাম পার্থ চট্টোপাধ্যায়ের। শুক্রবার আদালতে এই চার্জশিট পেশ করেছেন সিবিআইয়ের আইনজীবীরা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এই চার্জশিটে নাম আছে আরও ১৫ জনের। নাম আছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও জেল হেফাজতে আছেন পার্থ চট্টোপাধ্যায়। এর আগে ইডির চার্জশিটে নাম ছিলএবার সিবিআইয়ের চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম এল। এছাড়াও চার্জশিটে আছে সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্যেরও।
বুধবার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তা খারিজ হয়ে যায়। ৩১ অক্টোবর পর্যন্ত পার্থ ও অর্পিতাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন ইডি কর্তারা। আদালতে ইডির দাবি, SSC নিয়োগে প্রায় ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ইডি বুধবার আদালতে জানিয়েছে, দুর্নীতি ১৫০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।