কলকাতায় আরও সম্পত্তির হদিশ পার্থ চট্টোপাধ্যায়ের। বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে এমনই দাবি ইডির তদন্তকারী আধিকারিকদের। ইডির দাবি, SSC নিয়োগ দুর্নীতি মামলায় দুর্নীতির অঙ্ক ১০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
এদিন আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজির করানো হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন করলেও জামিন চাননি অর্পিতার আইনজীবী। এদিন ইডির আইনজীবীরা আদালতে দাবি করে, আগের সম্পত্তি ছাড়াও আরও দুটি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। ইডির দাবি, একাধিক ভুয়ো কম্পানি খুলে সম্পত্তি কেনা হয়েছি। ওই ভুয়ো সংস্থাগুলির যে সব ডিরেক্টরের নাম আছে, সবাই ডামি। ইডির গোয়েন্দাদের অনুমান, ওই সব সংস্থার নিয়ন্ত্রণ ছিল পার্থের হাতেই। তার মধ্যে আছে মেসার্স সিমবায়োসিস মার্চেন্ট প্রাইভেট লিমিটেড ও ভিউমোর।
ইডি আদালতে দাবি করেছে, রাসবিহারী কানেক্টরের কসবায় একটি সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। যা কেনা হয়েছিল সিমবায়োসিস মার্চেন্ট প্রাইভেট লিমিটেডের নামে। যার বাজার মূল্য ৪ কোটি ২০ লক্ষ টাকার বেশি। পাশাপাশি যামিনী রায় রোডেও একটি সম্পত্তির হদিশ পেয়েছেন ইডির আধিকারিকরা।