কে কুন্তল ঘোষ! তাঁকে তিনি চেনেন না। নিয়োগ দুর্নীতিতে সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুবনেতা। পার্থ চট্টোপাধ্যায়কে এই নিয়ে প্রশ্ন করা হলে, সাফ জানান, তিনি এই নামে কাউকে চেনেন না। পাশাপাশি তিনি দাবি করেছেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর কোনও ভূমিকা নেই। তিনি মন্ত্রী হলেও নিয়োগকর্তা তো ছিলেন না।
বৃহস্পতিবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পার্থ সহ ১৩ জন অভিযুক্তের শুনানি ছিল। শুনানিতে সশরীরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়।পার্থ চট্টোপাধ্যায় আদালত চত্বরে জানান, স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি শিক্ষা পর্ষদ-সবই স্বশাসিত সংস্থা। নিয়োগে মন্ত্রীর কোনও ক্ষমতা নেই। এদিনও ১৬ মার্চ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে অনিয়মের অভিযোগ উঠেছে। সিবিআই সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছে। এরপরই গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী।