মঙ্গলবার সকালে ৬টা ৩৪ মিনিট। ইডির বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে ফিরলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। হুইলচেয়ারে করে তাকে ধীরে ধীরে বাইরে আনলেন ইডি কর্তারা। বাইরে আসতেই সাংবাদিকদের প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বঙ্গভূষণের মঞ্চ থেকে সোমবার জানিয়েছেন, দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন হোক। এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়ে পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "উনি ঠিকই বলেছেন।" এরপর হেঁটেই গাড়িতে ওঠেন তিনি। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ইডির সিজিও কমপ্লেক্সে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ১০ দিনের ইডি হেফাজত দেওয়া হয়েছে। সোমবার বঙ্গভূষণ মঞ্চে সতীর্থ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, এর সঙ্গে সরকার বা দলের কোনও সম্পর্ক নেই। আদালতে দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন হওয়া উচিত। সেই বক্তব্যকেই সমর্থন করলেন পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: দুর্নীতিকে রেয়াত নয়, পার্থর গ্রেফতারি প্রসঙ্গে সাফ কথা মমতার, যুক্ত নয় দল ও সরকার
সিজিও কমপ্লেক্সে রাখা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কেও। ইডি সূত্রে খবর, মঙ্গলবারই ইডি কর্তারা পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করবে। শিক্ষক নিয়োগে অনেক বেশি টাকার দুর্নীতি হয়েছে বলে আদালতে দাবি করেছেন ইডি কর্তারা। এই দুর্নীতির সঙ্গে আর কে কে যুক্ত, জেরায় উঠে আসতে পারে সেই সব প্রশ্নও।