প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরোলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বুধবার শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রীকে ম্যারাথন জেরা করে সিবিআই অফিসাররা (CBI)। তাঁকে জিজ্ঞাসাবাদ করে কী উঠে এসেছে, তা উচ্চপদস্থ আধিকারিকের কাছেও পাঠিয়েছেন অফিসাররা।
বুধবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসে আসেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তাঁকে প্রথমে দুই ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আধঘণ্টার ব্রেক ছিল। দ্বিতীয় দফায় তাঁকে সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন: স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতি, ম্যারাথন জেরা পার্থকে
SSC নিয়োগে শান্তিপ্রসাদ সিনহার নেতৃত্বে গঠিত কমিটিকে বেআইনি বলে ঘোষণা করে কলকাতা হাই কোর্ট। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতে জানা যায়, তিনিই এই কমিটি গঠনের নির্দেশ দেন । তা নিয়েই জিজ্ঞাসাবাদ করার জন্য পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, এসএসসি দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং পার্থকে মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে। এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পার্থ চট্টোপাধ্যায়ের জন্য রক্ষাকবচ চেয়ে শুক্রবারই আদালতে যান তাঁর আইনজীবীরা। কিন্তু, সেই আবেদন খারিজ করা হয়েছে।