এর আগে আদালতে বারবার জামিনের আবেদন করলেও দুর্গা পুজো গরাদের ওপারেই কেটেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এবারে আদালতে আর জামিনের আবেদন করলেন না তাঁর আইনজীবী।
দুর্গা পুজোর পর আদালতের নির্দেশে লক্ষ্মীপুজোও জেলেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। বুধবার এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১৯ অক্টোবর পর্যন্ত ফের জেল হেফাজতে নির্দেশ দিল আলিপুর আদালত।
দশমীর দিন বুধবার এসএসসি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, এসএসসি প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অশোক সাহা, দুই মিডিলম্যান প্রসন্নকুমার রায় এবং প্রদীপ সিংহকে আদালতে তোলা হয়। এই মামলায় ফের এই ৬ জনকেই ১৯ অক্টোবর পর্যন্ত হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত।
প্রতিবার জামিনের আবেদন করলেও বুধবার আর জামিনের আবেদন করেননি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। আদালতে নিরব ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী নিজেও। বরং জামিনের বদলে তাঁর আইনজীবী আদালতে আবেদন জানান জেলে তাঁর আরও ভালো চিকিৎসা পরিষেবা ও খাবারের ব্যবস্থার জন্য জেল কর্তৃপক্ষকে যেন নির্দেশ দেয়। তবে, শান্তিপ্রসাদ, সুবীরেশ, কল্যাণময়, অশোকরা জামিনের আবেদন করেছিলেন। যা খারিজ হয়ে গিয়েছে।
এসএসসি মামলায় আদালতের চার্জশিট করার পর বুধবার সিবিআই প্রথমবার পার্থ চট্টোপাধ্যায়ের- সহ সকলকে আদালতে পেশ করে। আদালতে সিবিআইয়ের তরফে দাবি করা হয় নিয়ম ভেঙে ৩৮১ জনকে চাকরির সুপারিশ পত্র দেওয়া হয়েছিল। যারা গ্রেফতার হয়েছেন নিয়োগ দুর্নীতিতে প্রত্যেকেরই যোগসাজশ রয়েছে। এদিন সিবিআই এর আইনজীবী আদালতকে আরও জানান এসএসসি দুর্নীতি মামলার জাল গোটাতে সিবিআই প্রত্যেকেই জেল বন্দি করতে চায়। কারণ যারা বাইরে আছে তাঁরা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করতে পারেন।