স্কুল সার্ভিস দুর্নীতির তদন্তে রাজ্য়ের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতরার পর, তাঁকে নিয়ে যাওয়া হল জোকার ইএসআই হাসপাতালে। নাকতলায় মন্ত্রীর বাড়ি থেকে বেরনোর পর একাধিক রাস্তা ঘুরিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁর ডাক্তারি পরীক্ষা করা হবে। এদিনই পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হবে। মন্ত্রীকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন করবে ইডি। কারণ, তাদের অভিযোগ, স্কুল সার্ভিস দুর্নীতি তদন্তে অনেক প্রশ্নের উত্তর চেপে গিয়েছেন রাজ্য়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
এদিন সকালে গ্রেফতারের পর পার্থ চট্টোপাধ্য়ায়কে নিয়ে বের হন ইডির আধিকারিকরা। কিন্তু ঠিক কোথায় যাচ্ছেন, তা প্রথমে বুঝতে দেননি। সূত্র থেকে ইঙ্গিত মেলে, টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাটে নিয়ে যাওয়া হবে পার্থকে। টাকার উৎস্য জানতে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। কিন্তু তা হয়নি। ফের গাড়ি ঘোরে সিজিওর দিকে। সেখানেও নিয়ে যাওয়া হয়নি। অবশেষে জোকার ইএসআইয়ের হাসপাতালে পার্থকে পরীক্ষা করতে আনা হয়।
প্রায় ২৭ ঘণ্টা জেরার পর শনিবার সকালে গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়কে। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর পার্থই প্রথম মন্ত্রী যিনি গ্রেফতার হলেন। শুধু তাই নয়, তিনি তৃণমূলের দীর্ঘ সময়ের মহাসচিবও।