অফিস টাইমে বিধাননগর স্টেশনে তুমুল উত্তেজনা। শুক্রবার ৩০-৪০ জন লাইনে অবরোধ করেন। অভিযোগ, একই প্ল্যাটফর্মে তিনটি ট্রেন দেওয়া হয়েছে। তার ফলে যাত্রীরা ধোঁয়াশায় পড়েন। প্রায় দেড় ঘণ্টা ধরে বন্ধ ট্রেন পরিষেবা। অফিস ফিরতে গিয়ে নাকাল যাত্রীরা।
ট্রেন ধরতে গিয়ে ভিড়ে সাবওয়েতেতে পড়ে যান একজন। তাঁর মাথায় ও মুখে গুরুতর আঘাতও লাগে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ১০ মিনিট লাইন অবরোধ করা হয়। তাঁদের সরিয়ে পরিষেবা চালু করার চেষ্টা চলছে। ফলে আটকে রয়েছে বহু ট্রেন।
যাত্রীদের অভিযোগ, এর আগেও একাধিকবার একই ঘটনা ঘটেছে বিধাননগরে. সংকীর্ণ প্ল্য়াটফর্ম। তাই প্রায়ই দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিন একই লাইনে তিন ট্রেনের ঘোষণা করা হয়। যার ফলে একই প্ল্যাটফর্মে তিন ট্রেনের যাত্রীরা জড়ো হন। দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়।