সরকারি হাসপাতালের 'রেফার রোগ' নিয়ে বৃহস্পতিবারই অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের শুক্রবার রোগী হয়রানির অভিযোগ। এবার ঘটনাস্থল এসএসকেএম (SSKM)। এদিন সেখানে এসে পরিষেবা পাননি বলেই দাবি মালদহের এক রোগীর আত্মীয়ের।
জানা গিয়েছে, মালদহের(Maldah) বাসিন্দা অষ্টম মন্ডল বাড়ির ছাদ থেকে পড়ে মাথায়, কানে, ঘাড়ে চোট পান। দুপুর ২টো নাগাদ মালদহ মেডিক্যাল কলেজে(Maldah Medical College) অষ্টমকে ভর্তি করানো হয়। কান দিয়ে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় অষ্টমকে রাত ১০টা নাগাদ এসএসকেএমে রেফার করা হয়। কিন্তু শুক্রবার এসএসকেএমের(SSKM Trauma Care) জরুরি বিভাগে ড্রেসিং করার পর তাঁকে দুপুর ১২টা পর্যন্ত ফেলে রেখা হয় বলেই অভিযোগ। বেড না থাকার কথা জানিয়ে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার কথাও বলা হয়।
অবশেষে পুলিশকর্মীদের(Kolkata Police) চেষ্টাতেই বেড পান অষ্টম। কিন্তু পরিবারের প্রশ্ন, কেন সাধারণভাবে ভর্তি নেওয়া হবে না হাসপাতালে। কেন মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee) নির্দেশের পরেও সরকারি হাসপাতালের(Govt. Hospital) এই হাল, সে বিষয়েও প্রশ্ন তোলেন তাঁরা।