আরজি কর হাসপাতালে ডিউটিরত মহিলা তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশের ভূমিকা, সেই আবহে আবারও পুলিশ অফিসারের করা ফেসবুক পোস্ট উস্কে দিল নতুন এক বিতর্ক। পাটুলি থানার ওসির ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
তীর্থঙ্কর দে নামে ফেসবুক প্রোফাইল থেকে বৃহস্পতিবার সকালে একটি পোস্ট করা হয়। পোস্টে লেখা, 'একটা কথা ছিল কমরেড: তোরা যতই রাত জাগিস না কেন... শূন্য ছিলি শূন্যই থাকবি।' সেই পোস্টই শেয়ার করে সিপিএম নেতা শতরূপ ঘোষ উল্লেখ করেন, তীর্থঙ্কর দে পাটুলি থানার ওসি'। পরিচয় সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় পুলিশের করা এমন 'রাজনৈতিক' পোস্ট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশের পেশাগত নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, তীর্থঙ্কর দের বিরুদ্ধে এমন পোস্ট করার জন্য বিভাগীয় তদন্তের নির্দেশ দিল লালবাজার।
তীর্থঙ্কর দের ওই পোস্ট প্রথম ফেসবুকে শেয়ার করেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, তারপর বিষয়টিসকলের নজরে পড়তে শুরু করে। একই পোস্ট শেয়ার করেন আরেক সিপিআইএম নেতা এবং গত লোকসভার প্রার্থী সৃজন ভট্টাচার্য। সৃজন উল্লেখ করেন লোকসভা নির্বাচনের আগে পাটুলি থানার ওসির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতি পক্ষপাতের অভিযোগ আনা সত্ত্বেও নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ করেনি।
পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দের সঙ্গে যোগাযোগ করা হলে থানার কর্তব্যরত এক অফিসার জানান, ওসির ফোন হ্যাং হয়ে গেছে, তিনি কিছু জানেন না। বামেদের নিয়ে কটাক্ষ করে পোস্ট দেওয়ার জন্য শতরূপ আদালতে যাচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমকে।
আরজি করের ঘটোনায় নির্যাতিতার দেহ সৎকারে পুলিশের অতি সক্রিয়তা, তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার মতো অভিযোগ উঠেছিল টালা থানার ওসির বিরুদ্ধে। এবার প্রশ্নের মুখে পাটুলি থানার ওসি।