দুয়ারে সরকারের ক্যাম্পে সমস্যা। এরকম কিছু হলেই সরকারকে জানাতে পারবেন যে কেউ। ১৫ দিনের মধ্যে জবাব দেবে সরকার। শুক্রবার এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বিধানসভার অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতায় দুয়ারে সরকার প্রকল্প নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেন। তিনি জানান, "রাজ্যে ৪০০-এর বেশি দুয়ারে সরকার শিবির খোলা হয়েছে। নিয়মিত সেখানে কাজও হচ্ছে।" এরপরই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, কোনও অসুবিধা হলেই আবেদন করুন। ১৫ দিনের মধ্যে সরকার উত্তর দেবে।
এবার দুয়ারে সরকার প্রকল্পে নতুন পরিষেবাও চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, "একটি ল্যান্ড ব্যাঙ্ক চালু হয়েছে। ১ কোটি পঞ্চাশ হাজার জমির চরিত্রও বদলানো হয়েছে। ২ লক্ষ ২২ হাজার লোককে জমির পাট্টা দেওয়া হয়েছে। ২৬১টি কলোনিকে পাট্টা দেওয়া হয়েছে।"
জমি সংক্রান্ত সব বদল এবং যাবতীয় তথ্য অনলাইনে পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।