রাত পোহালেই বিজয়া দশমী। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তারপর উমা ফিরে যাবেন কৈলাসে। ফের শুরু হবে বছরভরের অপেক্ষা। শেষবেলায় তাই বৃষ্টি মাথায় করেও অলিগলি চষে ফেলছে উৎসবপ্রিয় বাঙালি। শহরের উত্তর থেকে দক্ষিণ, ভিড়ের পরিসংখ্যান বলছে করোনা ভীতিকে দূরে ঠেলে প্যান্ডেল হপিংয়ে ব্যস্ত পুজোপ্রেমীরা।
কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পুজোর লাস্ট ল্যাপে চলছে দ্রুত প্যান্ডেল হপিং। মাঝে-মধ্যে বৃষ্টি ব্যাঘাত ঘটালেও তাতে ভ্রুক্ষেপ নেই দর্শনার্থীদের। ছাতা মাথায় পথ হাঁটছেন আবালবৃদ্ধবণিতা। পরিসংখ্যান বলছে, পুজোর এই ক'দিন সবচেয়ে বেশি ভিড় হয়েছে চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে।
তবে পুজোর মধ্যেই বেশকিছু দুর্ঘটনার খবরও সামনে এসেছে। হাতিয়ারা হেলা বটতলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অষ্টমীর রাতে এক পপকর্ন বিক্রেতার মৃত্যু হয়। প্রবল বৃষ্টিতে অষ্টমীর সকালেই আলিপুরদুয়ারে বুর্জ খলিফা মণ্ডপের চূড়া বেঁকে যায়।