আরজি করের প্রতিবাদে নবান্ন অভিযান। তিনটি পয়েন্ট থেকে শুরু হয় নবান্নমুখী মিছিল। সাঁতরাগাছিতে আটকে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের মিছিল। এদিকে সকাল থেকেই কার্যত নিরাপত্তার দুর্গ গড়ে তোলা হয়েছে শহর কলকাতার একাধিক জায়গায়। বন্ধ রাখা হয়েছে হাজরা ক্রসিং, হরিশ মুখার্জি রোড , বাবুঘাট, হাওড়া ব্রিজ সহ শহরের একাধিক এলাকা।
এদিকে আজ নেট পরীক্ষা, সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন। এমন দিনে অফিসযাত্রীরা পড়েছেন বেজায় ভোগান্তির মুখে। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বাড়িয়ে দেওয়া হয়েছে পুলিশি নিরাপত্তা। যার জেরে নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচলে।
এই মিছিলের ফলে নিত্যযাত্রীদের পাশাপাশি হয়রানির শিকার হচ্ছেন অটো চালকরাও। বিক্ষোভের জেরে ঘুরে যেতে হচ্ছে অটোগুলিকে। এর জেরে ভাড়া নিয়েও বচসা হয়ে যাচ্ছে পথচারীদের সঙ্গে। অফিসযাত্রীরাও উগরে দিয়েছেন ক্ষোভ। একাধিক রাস্তা ঘুরে ঘুরে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেছেন একাংশের পথচারী।