মঙ্গলবারও অপরিবর্তিত রইল পেট্রল ও ডিজেলের (Petrol Diesel Price Hike)। কলকাতায় (Kolkata) পেট্রলের দাম রয়েছে ১০৬ টাকা ৩ পয়সা। এবং ডিজেলের দাম ৯২ টাকা ৭৬ পয়সা।
গত কয়েকদিন ধরেই পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। দাম না বাড়ার ফলে বেশ কিছুটা সুরাহা হয়েছে মধ্যবিত্তের। অনেকেই জানিয়েছেন, বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির ফলে জেরবার অনেকেই। এর মধ্যে নতুন করে পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি হলে আরও সমস্যায় পড়তে হতে পারে।
রাজধানী দিল্লিতেও পেট্রলের দাম অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার রাজধানীতে পেট্রলের দাম ৯৬ টাকা ৭২ পয়সা। ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৯ টাকা ৬২ পয়সা।