এবার কার্যত নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) বাসভবনের এলাকা। তাঁর বাড়িকে কেন্দ্র করে গোটা এলাকায় প্রায় ৫৬ লক্ষ টাকা ব্যয়ে ক্যামেরাযুক্ত পিআইডিএস(PIDS System) বা ‘পেরিমিটার ইনট্রুশন ডিটেকশন সিস্টেম’ বসানো হয়েছে বলেই জানিয়েছে কলকাতা পুলিশ(Kolkata Police)। গত সপ্তাহেই এই অত্যাধুনিক ক্যামেরা বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে বলে খবর। এই বৈদ্যুতিন নজরদারি ব্যবস্থায় ৩০টি অত্যাধুনিক ক্যামেরায় ধরা পড়বে এলাকায় আসা বিভিন্ন মানুষের সমস্ত গতিবিধি। কলকাতা পুলিশ সূত্রে খবর, এই সেন্সর ও ক্যামেরা মূলত মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশের একাধিক গলি ও হরিশ মুখার্জি রোডের বেশ কিছু জায়গায় বসানো হয়েছে।
জানা গিয়েছে, পিআইডিএস(PIDS System) একটি ক্যামেরা ও সেন্সর লাগানো ডিভাইস। যার সেন্সরের আওতায় কেউ ঢুকলেই সিস্টেমে যুক্ত কন্ট্রোল রুমে সতর্ক বার্তা পৌঁছে যাবে। রাজ্য পুলিশের(West Bengal Police) দাবি, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য প্রায় ৫৬ লক্ষ টাকা খরচে এই নিরাপত্তা প্রযুক্তি চালু হয়েছে কালীঘাট চত্বরে। এর মাধ্যমে মানুষের চোখ এড়িয়ে মাছি গললেও ধরা পড়ে যাবে যন্ত্রের চোখে।
আরও পড়ুন- Ranji Trophy 2023 Final : ঈশানের বলে চেতন সাকারিয়া বোল্ড, চার উইকেট হারাল সৌরাষ্ট্র
বিরোধী নেত্রী থাকাকালীন সময় থেকেই কালীঘাট(Mamata Banerjee's House) এলাকার জনবহুল এলাকায় থাকেন মমতা। সেখানে বহু গলিঘুঁজি রয়েছে। সাধারণ মানুষ বিশেষ যাতায়াতও করেন না সেইসব রাস্তায়। দীর্ঘদিন ধরেই এইসব গলিপথ নজরদারির বাইরে ছিল। কিন্তু গতবছর পুলিশি নজরদারি এড়িয়ে হাতে লোহার রড নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর(CM Mamata Banerjee) বাড়ির ভিতরে ঢুকে পড়ে এক যুবক। রাতভর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিল এক যুবক। এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও ওই যুবক গ্রেফতার না হওয়ায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা(Mamata Banerjee's Security) নিয়ে প্রশ্ন উঠে যায়। এবার নতুন বছরে তাই আরও আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত করতে ৫৬ লক্ষ টাকা ব্যয়ে এই অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তুলল রাজ্য প্রশাসন।