পশ্চিমবঙ্গের রাজ্যপাল (WB Governor) জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল এক জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের (Calcutta HC) এক আইনজীবী। রাজ্যপাল সংবিধান বিরোধী কাজ করছেন, তাই অবিলম্বে ওনাকে সরিয়ে দিতে হবে। এই দাবিতে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় পার্টি রাখা হয়েছে রাষ্ট্রপতি (President) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন ধরেই রাজ্য ও রাজ্যপালের সঙ্গে সংঘাত তুঙ্গে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যপালকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছিলেন। এবার সেই দাবিতে কলকাতা হাইকোর্টে এক জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী।
আরও পড়ুন: 'বাংলা গণতন্ত্রের গ্যাসচেম্বার', বিজেপির মিছিল আটকানোর পর মন্তব্য শুভেন্দু অধিকারীর
সম্প্রতি সংসদে তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay) রাষ্ট্রপতির কাছে রাজ্যপালকে সরানোর আবেদন করেন। মঙ্গলবারও সংসদে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। তিনি জানান, "রাজ্যের প্রত্যেকদিনের কাজে নাক গলাচ্ছেন রাজ্যপাল। অকারণে পুলিশ আধিকারিক, মুখ্যসচিবকে তলব করছেন। বিধানসভায় পাশ হওয়া বিলে সই করছেন না।"