হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার পাশাপাশি শুক্রবারই জোকা-তারাতলা মেট্রো রেলের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া স্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন মেট্রো রুটের সূচনা হবে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
এর আগে শোনা গিয়েছিল, এই লাইনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার মেট্রো আধিকারিকরা জানিয়েছেন, হাওড়া স্টেশন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই লাইনের উদ্বোধন করা হবে। টিকিট ঘর, প্ল্যাটফর্ম, সবকিছু সাজানো হয়েছে। রেলের আধিকারিকদেরও বসার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য যাতে শোনা যায়, তার জন্য অত্যাধুনিক ব্যবস্থাও রাখা হয়েছে।
আরও পড়ুন: নাট্যকর্মীর গায়ে হাত! প্রতিবাদে গর্জে উঠলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য
সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ ওই রেল লাইনে ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে গত সপ্তাহেই। মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই ট্রায়াল রান হয়েছে। জোকা থেকে এসপ্ল্যানেড, মোট সাড়ে ৯ কিলোমিটারের রুট চালু হবে। এখনও বাকি অংশের কাজ চলছে। ২০২৬ সালের মধ্যে সেই কাজ শেষ হবে।