হাওড়া থেকে যাত্রাশুরু করবে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। এছাড়াও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, বাংলায় যে সব প্রকল্প রাজ্য পেতে চলেছে, তার মোট মূল্য ৭,৮০০ কোটি টাকা। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীও।
রাজ্যের একাধিক জেলার নিকাশি ব্যবস্থার উন্নয়ন, নিউ জলপাইগুড়ি স্টেশনের প্রকল্প, নতুন ট্রেনের রুট, স্বচ্ছ গঙ্গা মিশন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জোকা-তারাতলা রুটের উদ্বোধন করবেন।উদ্বোধন করবেন জোকার ন্যাশনাল ইন্সটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশনের।
শুক্রবার কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকও করবেন তিনি। গঙ্গা যে সব রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ছাড়াও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন।